বিজ্ঞান কে সাধারনত ভৌত রাশি দিয়ে বেক্ষা করা হয় এবং ভৌত রাশি কে গণিত দিয়ে। ভৌত রাশি কে গণিত দিয়ে বেক্ষা করার জন্য পরিমাপের সাহায্য নেয়া হয়। যেমন দৈর্ঘ, ভর আর সময় ভৌত রশিদের পরিমাপের সাহায্যে বেক্ষা করা হয়।
এই ভৌত রাশিগুলোর মূল্য বার করার জন্য আমরা একটা নির্দিষ্ট একক ব্যবহার করে থাকি।যেমন দৈর্ঘ মাপার জন্য মিটার, ভর মাপার জন্য কিলোগ্রাম আর সময় মাপার একক হলো সেকেন্ড।এই এককগুলি হলো মৌলিক একক। বিভিন্ন মৌলিক একক ব্যবহার করে আমরা লব্ধ একক পাই।যেমন দৈর্ঘ বা দূরত্ব কে সময় দিয়ে ভাগ করলে আমরা গতির একক পাই। যখন আমরা এই ভৌত রাশিগুলো কে মাপি তখন বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে থাকি,যেমন দৈর্ঘ মাপার জন্য স্কেল বা ভার্নিয়ার, ভর মাপার জন্য দাঁড়িপাল্লা এবং সময় মাপার জন্য ঘড়ি।
সারা বিশ্বের বৈজ্ঞানিকরা এই ধরণের ভৌত রাশি এবং তাদের একক ব্যবহার করে বিভিন্ন ধরণের বৈজ্ঞানিক আলোচনা করে থাকেন।
সি আর এস -০০৪ - মৌলিক এবং লব্ধ ভৌত রাশি অর্থ এবং তাদের পার্থক্য বুঝতে পারবে। এই ভিডিও তে একটি কিউবের ভর এবং ঘনত্ব পরিমাপ করে মৌলিক এবং লব্ধ ভৌত রাশির ব্যাপারে ভালো ভাবে বোঝানো হয়েছে।